ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

আট দেশের দুবাই কাপে ঢাকা সিটি দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
আট দেশের দুবাই কাপে ঢাকা সিটি দল আট দেশের দুবাই কাপে ঢাকা সিটি দল

ভারতের ভুবনেশ্বরে শনিবার (২৬ আগস্ট) হতে এশিয়ান সিটিজ দলগত দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭ (দুবাই কাপ) এর খেলা শুরু হয়েছে।

এশিয়ার ৮টি দেশের ১২টি সিটি দাবা দল এ ইভেন্টে অংশ নিচ্ছে। বাংলাদেশের ঢাকা সিটি দল অংশ নিয়েছে।

ঢাকা সিটি দলের পক্ষে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম এবং ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান অংশ নিচ্ছেন।

আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতীয় ভিসা না পাওয়ায় এখনো যেতে পারেননি। রোববার ভিসা পেলে তিনি দলের সাথে যোগ দেবেন। ঢাকা সিটি প্রথম রাউন্ডে প্যালেস্টাইনের বিপক্ষে খেলবে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।