ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

নৌবাহিনীর হ্যান্ডবল প্রতিযোগিতা সমাপ্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
নৌবাহিনীর হ্যান্ডবল প্রতিযোগিতা সমাপ্ত ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর ‘আন্তঃজাহাজ/ঘাঁটি হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৭’ রোববার (২৭ আগস্ট) খুলনাস্থ বানৌজা তিতুমীর ঘাঁটির হ্যান্ডবল মাঠে সমাপ্ত হয়েছে।

প্রতিযোগিতার সমাপনী দিনে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমডোর সামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী দিনের খেলা উপভোগ এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

প্রতিযোগিতার সমাপনী দিনে বানৌজা তিতুমীর দল, বানৌজা হাজী মহসীন দলকে ১০-৬ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বানৌজা তিতুমীর দলের মোহাম্মদ আব্দুল আওয়াল, এসএ-১ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ০৯ টি দল অংশগ্রহণ করে।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় নৌ কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।