ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন জারিফ ফেরদৌস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
অপরাজিত চ্যাম্পিয়ন জারিফ ফেরদৌস ছবি: সংগৃহীত

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সার্বিক সহযোগিতায় রাজউক কলেজ চেস ক্লাব আয়োজিত ‘রাজউক কলেজ ইন্ট্রা চেস চ্যাম্পিয়নশিপ-২০১৭’ এ ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট পেয়ে জারিফ ফেরদৌস অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

সমান খেলায় ৬ পয়েন্ট পেয়ে তাসনিয়া তারান্নুম অর্পা রানারআপ হন। ৬ পয়েন্ট পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে আসেফ তৃতীয় হন।

সেরা মহিলা দাবাড়ু হন নুসাইবা আলম।

সোমবার (২৮ আগস্ট) উত্তরা রাজউক কলেজের হলরুমে দিনব্যাপী ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজউক কলেজের ৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজউক কলেজের উপাধ্যক্ষ দেওয়ান মোঃ তমজিদুজ্জামান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেন এবং চেস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের দফতর সম্পাদক মোঃ রাহী মাসুম।

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অন্যতম সদস্য মোঃ মুরাদ হোসেন এবং মোঃ নেছার উদ্দিন প্রতিযোগিতার আরবিটরের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।