ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

সাতক্ষীরায় দাড়িয়াবান্ধা টুর্নামেন্ট অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
সাতক্ষীরায় দাড়িয়াবান্ধা টুর্নামেন্ট অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আট দলীয় দাড়িয়াবান্ধা (গাদন) টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনালে অংশ নেয় দক্ষিণ তলুইগাছা দল ও উত্তর তলুইগাছা দল।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল ম্যাচ ১-১ পয়েন্টে ড্র হয়েছে।

ফাইনালে ম্যাচে রেফারি ছিলেন স্থানীয় শিক্ষক মোতাহার হোসেন।

আয়োজকরা জানান, ম্যাচটি ড্র হওয়ায় পরবর্তীতে আবার দিনক্ষণ ঠিক করে পুনরায় ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে।

স্থানীয় আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, দক্ষিণ তলুইগাছা গাদন কমিটি প্রতিবছর এ টুর্নামেন্টের আয়োজন করে। গ্রাম বাংলার মানুষের বিনোদনের খোরাক এ খেলা আগে অনেক এলাকায় হলেও দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের ঐতিহ্য ধরে রাখার।

এবারের আয়োজনও সার্থক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আশপাশের বহু গ্রামের মানুষ ফাইনাল ম্যাচ দেখতে এসেছে এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খেলা উপভোগ করেছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।