ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

শ্রীলঙ্কায় শীর্ষে ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
শ্রীলঙ্কায় শীর্ষে ফাহাদ ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার ভাসকাদুভা শহরে অনুষ্ঠানরত ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ৫ জনের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

এদিকে, মনোন রেজা নীড় ৪ খেলায় ৩ পয়েন্ট অর্জন করেছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় ফাহাদ শ্রীলঙ্কার থেনুকা কুরুভিতা গামালাথগেকে ও নীড় ভারতের কিয়ারা সুনিল খাতুরিয়াকে পরাজিত করেন।

চতুর্থ রাউন্ডের খেলায় ফাহাদ শ্রীংর্কার গুনাবর্ধানেকে পরাজিত করেন ও নীড় একই দেশের দশানায়েকের সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ৭ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।