ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

১ হাজার খেলোয়াড় নিয়ে ফেডারেশন কাপ কারাতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
১ হাজার খেলোয়াড় নিয়ে ফেডারেশন কাপ কারাতে ১ হাজার খেলোয়াড় নিয়ে ফেডারেশন কাপ কারাতে

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী (২৮-৩০ সেপ্টেম্বর) ফেডারেশন কাপ কারাতে চ্যাম্পিয়নশিপ-২০১৭।

এবারের ফেডারেশন কাপ কারাতে চ্যাম্পিয়নশিপে জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, সার্ভিসেস দল, ব্যাংক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ক্লাব হতে প্রায় এক হাজার খেলোয়াড় অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়নশিপে বালক-বালিকা, জুনিয়র পুরুষ-মেয়ে, ও সিনিয়র পুরুষ-মহিলা বিভাগে মোট ৭০টি (২৮০টি মেডেল) ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হবে।

ফেডারেশন কাপ কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল বলেন, ‘আমরা এবারই প্রথমবারের মতো ফেডারেশন কাপ কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ নিয়েছি। বিভিন্ন আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় ভালো ফলাফল এবং সারাদেশে কারাতের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশন কাপ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজন করা। পাশাপাশি আমরা টিম কুমিতে (ফাইটিং) ইভেন্টে প্রাইজমানির ব্যবস্থা করেছি, যাতে খেলোয়াড়রা উৎসাহিত হয় এবং নিজের সেরাটা খেলার চেষ্টা করে। ’

চ্যাম্পিয়নশিপে খেলোয়াড়দের জন্য প্রাইজমানির ব্যবস্থা করেছে ফেডারেশন। টিম কুমি (ফাইটিং) ইভেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১৫ হাজার টাকা, রানার্স আপ দল ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দল পাবে ৫ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।