ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল দল ছবি: সংগৃহীত

নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশন (সাবা) অনূর্ধ্ব-১৬ (বালক) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল দল। পাঁচ জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ দল রানার-আপ হয়। অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত।

এই টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল দল। দলের সবাই সুস্থ আছেন।

নেপালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ চার ম্যাচের তিনটিতে জিতে রানার-আপ হয়। বাংলাদেশ একমাত্র ভারতের কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে যায়। বাংলাদেশ তাদের চতুর্থ ও শেষ ম্যাচে মালদ্বীপকে হারায় ১০৭-৫২ পয়েন্টের ব্যবধানে। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১১৭-৪৩ পয়েন্টের বড় ব্যবধানে হারায়। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৮৩-৬৪ পয়েন্টে হেরে যায়। তৃতীয় ম্যাচে স্বাগতিক নেপালকে হারায় ৬৮-৫৬ পয়েন্টের ব্যবধানে।

টুর্নামেন্টের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল ভারত চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মালয়েশিয়ায় চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ফিবা অনূর্ধ্ব-১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে।

বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, মালদ্বীপ ও স্বাগতিক নেপাল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।