ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

জাপানের পর প্যারিস-লস অ্যাঞ্জেলসে অলিম্পিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
জাপানের পর প্যারিস-লস অ্যাঞ্জেলসে অলিম্পিক ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের পরবর্তী আসর বসবে জাপানের টোকিওতে ২০২০ সালে। পরবর্তী দু’টি ইভেন্টের ‍আয়োজক শহরও চূড়ান্ত হয়ে গেছে। প্যারিস ও লস অ্যাঞ্জেলস দুই পক্ষই ২০২৪ সামার অলিম্পিক আয়োজন করতে চেয়েছিল।

আরও চার বছর অপেক্ষা করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। ২০০৮ ও ২০১২ তে বিড করে ব্যর্থ হওয়া প্যারিস ১০০ বছর পূর্তি উদযাপন করবে।

ফ্রান্সের রাজধানীতে সবশেষ ১৯২৪ সাসে গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল। অন্যদিকে ১৯৩২ ও ১৯৮৪ সালে দু’বার এটি আয়োজন করেছে লস অ্যাঞ্জেলস।

অন্য কোনো প্রার্থী না থাকায় ২০২৪ ও ২০২৮ অলিম্পিকের আয়োজক কারা হবে তা আগেই নির্ধারিত ছিল। কিন্তু, প্যারিস ও লস অ্যাঞ্জেলস দুই শহরই তালিকায় জাপানের পর নাম লেখাতে চেয়েছিল।

লস অ্যাঞ্জেলস নিজেদের দাবি থেকে সরে আসায় কেটে গেছে জটিলতা। তাইতো আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। প্রসঙ্গত, গত আসর (২০১৬) বসেছিল ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।