ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

পর্দা উঠলো ঢাবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
পর্দা উঠলো ঢাবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার 

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা শুরু  হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. অসীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক ও উপদেষ্টা অধ্যাপক ড. এম জিয়াউল হক মামুনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
এই প্রতিযোগিতায় ৭৭টি দল অংশ নেবে।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এসকেবি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।