ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ইবির আন্ত:বিভাগ টেবিল-টেনিসে আইন বিভাগ চ্যাম্পিয়ন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
ইবির আন্ত:বিভাগ টেবিল-টেনিসে আইন বিভাগ চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্ত:বিভাগ টেবিল-টেনিস টুর্নামেন্টে আইন বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিমনিসিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আইন বিভাগ।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জিমনিসিয়ামে তিনটি সেটে খেলা অনুষ্ঠিত হয়।

এতে তিনটি সেটের দুটিতে জয় পায় আইন বিভাগ। প্রথম সেটে সিএসই ২-১ ব্যাবধানে আইন বিভাগকে হারিয়ে দেয়।

পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় সেটে আইন বিভাগের খেলোয়ার অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ও শিক্ষার্থী আসাদুজ্জামানের নৈপুণ্যে ২-১ ও ২-০ ব্যাবধানে সিএসইকে হারিয়ে জয় তুলে নেয় আইন বিভাগ।

এর আগে আন্ত:বিভাগীয় ফুটবল, এ্যাথলেটিক ও ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আইন বিভাগ।

আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জহুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে আইন বিভাগ সবসময় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। খেলোয়ারদের মনোবল বাড়াতে আইন বিভাগ সব ধরনের সহয়তা করছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।