ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

তাজিকিস্তানে রাজীবের ড্র, লিজার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
তাজিকিস্তানে রাজীবের ড্র, লিজার জয় তাজিকিস্তানে রাজীবের ড্র, লিজার জয়

তাজিকিস্তানের আসখাবাদে অনুষ্ঠানরত ৫ম এশিয়ান ইনডোর এন্ড মার্শাল আর্টস গেমস ২০১৭ এর পুরুষ একক দাবা ইভেন্টের তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ইভেন্টের ২নং সিডেড চিনের গ্যান্ড মাস্টার ইউয়ি ওয়াংয়ের সাথে ড্র করেছেন।

মহিলা একক দাবা ইভেন্টের তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ভারতের আন্তর্জাতিক মাস্টার বিজায়ালক্ষী সুভ্রামানকে পরাজিত করেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় রাজীব সাদা ঘুঁটি নিয়ে খেলে ড্র করেন এবং লিজা কালো ঘুঁটি নিয়ে খেলে জয়ী হন।

গ্র্যান্ড মাস্টার রাজীব ৩ খেলায় আড়াই পয়েন্ট নিয়ে ভারতের গ্র্যান্ড মাস্টার শশীকিরন, চিনের গ্র্যান্ড মাস্টার ইউয়ি ওয়াং ও ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টারের সাথে পয়েন্ট তালিকায় মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। অপরদিকে মহিলা বিভাগে লিজা ৩ খেলায় আড়াই পয়েন্ট নিয়ে অন্য তিন খেলোয়াড়ের সাথে পয়েন্ট তালিকায় মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ৩ খেলায় ২ ও মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ৩ খেলায় ১ পয়েন্ট পেয়েছেন। তৃতীয় রাউন্ডে রাকিব কাতারের আন্তর্জাতিক মাস্টার নিযাদ হুসেন আজিজের সাথে ড্র করেন ও শিরিন তুর্কমিনিস্তানের মহিলা গ্র্যান্ড মাস্টার গেলদিয়েভা মাহরির কাছে হেরে যান।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডে রাজীব ইরানের গ্র্যান্ড মাস্টার ইদানি পোয়াকে পরাজিত করেন, রাকিব কাজাকস্তানের গ্র্যান্ড মাস্টার মুর্টাস কাসগালিয়েভের সাথে এবং মহিলা বিভাগে লিজা ভারতের আন্তর্জাতিক মাস্টার তানিয়া সাশদেবের সাথে ড্র করেন। শিরিন সংযুক্ত আরব আমিরাতের আল মামারি ওয়াফিয়া দারভিসরকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।