ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, চুয়াডাঙ্গার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, চুয়াডাঙ্গার জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বেলুন উড়িয়ে প্রত্যাশিত এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।

উদ্বোধনী ম্যাচে মেহেরপুর জেলা একাদশকে ২-০ গোলে পরাজিত করেছে স্বাগতিক চুয়াডাঙ্গা।

প্রথমার্ধে দু’দলের আক্রামণ পাল্টা আক্রামণে গ্যালারিতে বসা দর্শকদের উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। ২১ মিনিটের মাথায় ১০নং জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়ার আইকে চুয়াডাঙ্গা একাদশের পক্ষে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর গোল পরিশোধে মরিয়া হয়েও বেশ কয়েকটি সুযোগ হাত ছাড়া করেন মেহেরপুর জেলা একাদশের খোলোয়াররা।

খেলার প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের ২৩ মিনিটের মাথায় চুয়াডাঙ্গা জেলা একাদশের পক্ষে ১০নং জার্সিধারী এমরান প্রতিপক্ষের জালে ২য় বল জড়িয়ে দলকে ২-০ তে এগিয়ে নেন। এরপর খেলার শেষ অবধি তেমন সুবিধা করতে পারেনি মেহেরপুর একাদশ। এসময় অনেকটা আক্রামণাত্বক খেলে নিজেদের পায়ে বল রাখলেও বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন চুয়াডাঙ্গার খেলোয়াররা।

খেলায় চুয়াডাঙ্গা জেলা একাদশের পক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেন, সোহেল রানা ও মেহেরপুর জেলা একাদশের পক্ষে নেতৃত্ব দেন জামিল হাসান।  

সহকারী রেফারির দায়িত্ব পালন করেন, সাইফুল ইসলাম ও এসকে জোনায়েদ শরীফ।

একই মাঠে শনিবার (০৭ অক্টোবর) মুখোমুখি হবে নড়াইল জেলা একাদশ ও নাটোর জেলা একাদশ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।