ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রাত পোহালেই এশিয়ান জায়ান্টদের লড়াই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
রাত পোহালেই এশিয়ান জায়ান্টদের লড়াই রাত পোহালেই এশিয়ান জায়ান্টদের লড়াই

রাত পোহালেই শুরু হচ্ছে এশিয়ার জায়ান্টদের লড়াই। এশিয়ার আট দেশ লড়বে দশম হিরো এশিয়া কাপের আসরে। ১৯৮৫ সালে দ্বিতীয় এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। দীর্ঘ ৩২ বছর পর ফের দশম এশিয়া কাপের আয়োজক হয়েছে বাংলাদেশ।

পাকিস্তান, ভারত ও দক্ষিণ কোরিয়ার অধিনায়করা শিরোপা জয় করার কথা বললেও বাংলাদেশের অধিনায়ক জিমি ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

জাপান টুর্নামেন্ট শুরুর আগে ঢাকায় প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশের বিপক্ষে।

বাংলাদেশের কাছে ওয়ার্ম আপ ম্যাচটিতে তারা অবশ্য হেরেছে ২-১। রাত পোহালেই এশিয়ান জায়ান্টদের লড়াইমওলানা ভাসানী স্টেডিয়ামে বুধবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় ভারত-জাপান ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক ভাবে মাঠে গড়াবে এশিয়ার হকির বিশ্বকাপ খ্যাত আসরটির। বিকেল সাড়ে পাঁচটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আট দলের আসরটিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশ। ডেথ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও জাপান। ‘বি’ গ্রুপের দলগুলো হলো মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও ওমান। ১২ দিনব্যাপী এশিয়া কাপের আসরটির ফাইনাল ২২ অক্টোবর। সেদিন ফাইনালসহ হবে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।