ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ড্র করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
ড্র করলো পাকিস্তান ড্র করলো পাকিস্তান-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এশিয়া কাপে ভালো শুরু করলেও দ্বিতীয় ম্যাচে জাপানের কাছেই ২-২ গোলে ড্র করেছে পাকিস্তান। মাওলানা ভাসানী স্টেডিয়ামে মাঠের খেলায় এগিয়ে থাকে জাপানই।

এদিন প্রথমে এগিয়ে গিয়েছিল পাকিস্তানই। ১৬ মিনিটে পেনাল্টি কর্নার স্কোর ১-০ করেন কাদির মোহাম্মদ।

২২ মিনিটে একক প্রচেষ্টায় তিনজনকে কাটিয়ে ১-১ করেছেন জাপানে তানাকা কেন্টা।  

৭ মিনিট পরেই এগিয়ে যায় তারা। ২৯ মিনিটে ইয়োশি হারার ফিল্ড গোলে ২-১ । জাপানের জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ম্যাচটি। কিন্তু ৫০ মিনিটে উমর ভুট্ট পাকিস্তানকে সমতায় ফেরান।

‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭-০ গোলে জিতেছিল পাকিস্তান। কিন্তু জাপানের সঙ্গে ড্র করে এখন দলটি গ্রুপের দ্বিতীয়স্থানে রয়েছে। দুই ম্যাচে জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ১ পয়েন্ট নিয়ে জাপান তৃতীয়। কোনো পয়েন্ট না পাওয়া বাংলাদেশ সবার শেষে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।