ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

জাপান বধে নামছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
জাপান বধে নামছে বাংলাদেশ! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

স্বাগতিক হয়েও এশিয়া কাপ হকির শুরু থেকেই একের পর এক হতাশা উপহার দিয়ে চলেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে থাকা দলটি নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭-০ তে লজ্জার হারের পর দ্বিতীয়টিতেও ভারতের কাছেও উড়ে গেছে একই ব্যবধানে। ফলে টুর্নামেন্টের শেষ চারের আশা স্বাগতিকদের ইতোমধ্যেই শেষ।

তবে গ্রুপ পর্ব থেকে জিমিরা শেষ চারের সুযোগ হাতছাড়া করলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচের সুযোগ নিশ্চয়ই হারাননি! সেই ম্যাচটিতেই রোববার (১৫ অক্টোবর) জাপানের বিপক্ষে নামছে কোচ মাহবুব হারুনের শিষ্যরা। মাওলানা ভাষানী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

আর গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে জাপানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়ে টানা হারের ক্ষতে নাকি প্রলেপ দিতে চাইছেন কোচ মাহবুব, ‘আগের দুই ম্যাচের মতো যদি আমরা মানসিকভাবে পিছিয়ে থাকি, তাহলে তো সম্ভব না। তারপরও আমি আশাবাদী। এ ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা ৩ পয়েন্টের জন্যই নামব। বাকিটা যা হয়, দেখা যাবে। ’

সন্দেহাতীতভাবেই এশিয়া কাপে খেলা আট দলের মধ্যে র‌্যাংকিংয়ে সবার পেছনে বাংলাদেশ। তাই কোচ হারুণ জানালেন, গ্রুপ পর্ব নয়, অবস্থান নির্ধারণীতেই তার মনোযোগ বেশি, ‘আমরা শুরু থেকে বলে আসছি-এই টুর্নামেন্টে আমরা আট নম্বর দল। গ্রুপ পর্ব নিয়ে আমরা ভাবছি না। এরপর যে পজিশন ম্যাচ-আমাদের ভাবনা সেগুলো নিয়ে। ’

দিনের অপর হেভিওয়েট ম্যাচে বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে দুই চির বৈরী ভারত ও পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ১৪ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।