ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

আবারো বিসিবির কাউন্সিলর হলেন শান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
 আবারো বিসিবির কাউন্সিলর হলেন শান্ত মোহিত উর রহমান শান্ত

ময়মনসিংহ: বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ক্রীড়া সংগঠক ও ধর্মমন্ত্রীর ছেলে মোহিত উর রহমান শান্ত।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে তিনি পুনরায় এ দায়িত্ব পান। একই সঙ্গে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্ত দীপু সায়েম স্মৃতি সংসদের সভাপতি এবং ময়মনসিংহ ক্রিকেট পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করছেন।

এদিকে শান্ত টানা দ্বিতীয়বারের মতো বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবিএম আখতারুজ্জামান রবিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সব্যসাচী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।