ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রাজশাহীতে টেনিস চ্যাম্পিয়নশিপের ৩০টি খেলা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
রাজশাহীতে টেনিস চ্যাম্পিয়নশিপের ৩০টি খেলা অনুষ্ঠিত রাজশাহীতে টেনিস চ্যাম্পিয়নশিপের ৩০টি খেলা অনুষ্ঠিত। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের মোট ৩০টি খেলা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৩ নভেম্বর) জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে মেইন ড্র বালক এককের ১৬টি এবং বালিকা এককের ১৪টি খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট পরিচালক নুর ইসলাম তুষার জানান, মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে মেইন ড্র'র বাকী খেলা শুরু হবে।

বিরতিহীন ভাবে বিকেল ৫টা পর্যন্ত এ খেলা অনুষ্ঠিত হবে।

১ম রাউন্ডের বালক এককের খেলা সকাল ৯ টায় শুরু হয়। আজকের খেলায় যারা অংশগ্রহণ করেন তার ফলাফল: চায়না হোং জি জেং বাংলাদেশের ফরিদুল রেজাকে ৬-৩, ৪-৬, ৭-৫ সেটে, ভারতের সুভাষ পরাম সিভাম বাংলাদেশের সৈকত শাহারিয়ারকে ৬-০,৬-৪ সেটে, হংকং টিন চাই কোবে ওং বাংলাদেশের মেহেদী হাসানকে ৭-৬ (১২-১০), ৬-৪ সেটে, বাংলাদেশের অরনব শাহা বাংলাদেশের স্বাধীন হোসেনকে ৬-৩, ৬-৪ সেটে, বাংলাদেশের জুয়েল রানা ভারতের রোহান শ্রীভাসতাবকে ৬-৩, ৬-৪ সেটে, চাইনিজ তাইপের হাং-জুই-উ বাংলাদেশের ইয়াসিরকে ৬-০, ৬-০ সেটে, হংকংয়ের চাক লাম কলেমান ওয়াং বাংলাদেশের ফারুক হোসেনকে ৬-২, ৬-০ সেটে, যুক্তরাষ্ট্রের নিখিল নিরঞ্জন বাংলাদেশের দায়ান শেখকে ৬-০, ৬-১ সেটে, চাইনিজ তাইপের জু লি চ্যাং বাংলাদেশের ইমন ইসলাম মোহাম্মদকে ৬-৩, ৭-৫ সেটে, চাইনিজ তাইপের ই বো ফেং বাংলাদেশের নাইমুল ইসলামকে ৬-০, ৬-২ সেটে, বাংলাদেশের তামিম বিন জাহিদ চাইনিজ তাইপের চুং লি চেনকে ৬-৩ (রিটায়ার্ড) সেটে, চায়নার কিজ ওয়াং বাংলাদেশের রাকিব হোসেনকে ৬-১, ৬-২ সেটে, ভারতের তারুস বাগাই বাংলাদেশের রানাকে ৬-১, ৬-১ সেটে, যুক্তরাষ্ট্রের আনিয়ান সেন বাংলাদেশের রনজিত সরকারকে ৬-০, ৬-২ সেটে, চাইনিজ তাইপের টিন এন চেন বাংলাদেশের কাওসার আলীকে ৬-৪, ৬-০ সেটে, ভারতের তুষার শর্মা বাংলাদেশের ইসতিয়াককে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে মেইন ড্র এর দ্বিতীয় রাউন্ডে খেলার স্থান অর্জন করে নিয়েছেন।  

বালিকা একক: ভারতের শ্রেয়া চক্রবর্তী বাংলাদেশের লামিসা সূচনা ফাবিহাকে ৬-১, ৬-০ সেটে, চায়নার শিউয়েন ট্যাং ভারতের আমিনা জেবাকে ৬-৩, ৬-৪ সেটে, ভারতের স্মৃতি ভাসিন পোল্যান্ডের নাটালিয়া মিকতাকে ৬-০, ৬-৩ সেটে, ভারতের রিশিতা ভিয়াস বাংলাদেশের রাইনা শে লালকে ৬-১, ৬-১ সেটে, চাইনিজ তাইপের যা যো হাউ চায়নার ই মাই ঝাউকে ৬-৩, ৬-৪, ৬-৪ সেটে পরাজিত করে  ড্র- এর দ্বিতীয় রাউন্ডে খেলার স্থান করে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।