ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ময়মনসিংহে ফুটবল টুর্নামেন্ট শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
ময়মনসিংহে ফুটবল টুর্নামেন্ট শুরু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পরিষদ কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে নগরীর স্থানীয় রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, মহানগর আ’লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদ সচিব বনানী বিশ্বাস, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন মুকুল।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এ টুর্নামেন্টে ১৩ টি উপজেলা অংশ নেয়। উদ্বোধনী ম্যাচে ফুলপুর ৩-০ গোলে গফরগাঁও উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।