ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বরকলে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
বরকলে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির বরকল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বরকল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা।

জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, বরকল দুই নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাত কুমার চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বরকল মডেল উচ্চ বিদ্যালয়, বিলছড়া উচ্চ বিদ্যালয় ও বরুনাছড়ি উচ্চ বিদ্যালয়ের মোট ১৮ জন প্রতিযোগী অংশ নেয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একক ও দ্বৈত দলের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।