ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

১০ দল নিয়ে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
১০ দল নিয়ে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট-২০১৭’। ৭দিন ব্যাপী প্রতিযোগিতায় দশটি দল অংশ নেবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিযোগিতার বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম-সম্পাদক অ্যাড. ফজলে রাব্বি বাবুল জানান, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ওয়ালটন বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট। আশা করছি ১০টি দলকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারব।

দলগুলো মধ্যে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ বিদ্যুৎ, তিতাস, পুলিশ এবং বাংলাদেশ রেলওয়ে। প্রথমে লিগ পদ্ধতিতে গ্রুপভিত্তিক খেলা হবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল হবে। ’

প্রতিযোগিতার বিষয়ে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) জানান, ‘আমরা ওয়ালটন গ্রুপ নিয়মিত ভলিবলের সঙ্গে সম্পৃক্ত হচ্ছি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট। আমরা ভলিবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। এক সময় বাংলাদেশে জনপ্রিয়তার দিক দিয়ে ফুটবলের পরেই ছিল ভলিবল। আমরা বিভিন্ন ধরণের টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে ভলিবলের জন্য আরো ভালো ভালো খেলোয়াড় তুলে আনতে চাই। পাইপ লাইনে ভালো কিছু খেলোয়াড় দেখতে চাই। চাই, ভলিবলের সেই গৌরবের দিন ফিরে আসুক। ’

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।