ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

টঙ্গিবাড়িতে এসপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টঙ্গিবাড়িতে এসপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় এসপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে সোনারং মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম।

এসময় ৫৫ মিনিটের উদ্বোধনী খেলায় আব্দুল্লাপুর ৩-০ গোলে হাসাইল ইউনিয়নকে পরাজিত করে।

টুর্নামেন্টে ১৩টি দল অংশ নেবে এবং প্রতিটি খেলা দুপুরের পরে শুরু হবে।

আলোচনা সভা শেষে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এসময় টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ইয়ারদৌস হাসান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।