ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতায় ফেনী সদর চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতায় ফেনী সদর চ্যাম্পিয়ন দাগনভূইয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ফেনী সদর

ফেনী: ফেনীতে আইজিপি কাপ অনূর্ধ্ব-২১ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় ফেনী সদর উপজেলা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে এ অনুষ্ঠিত খেলায় ফেনী সদর ৫৮-৪২ পয়েন্টে দাগনভূইয়াকে পরাজিত করে।  

খেলা শেষে বিজয়ীদের প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরণ করেন- ফেনী পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন ডালিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, হারুন অর রশিদ, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরীসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।