ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির উদ্বোধন জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন (ছবি: বাংলানিউজ)

বরিশাল: বরিশালে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে ৮টি জেলা নিয়ে গঠিত কীর্তনখোলা জোনের এ খেলার উদ্বোধন করেন ডিআইজি মো. আকরাম হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবিরসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, বরিশাল, ভোলা, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, মাদারীপুর ও বাগেরহাট জেলা পুলিশের সদস্যরা এই কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

শনিবার (০২ ডিসেম্বর) প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলা‌দেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।