ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শেষ হলো উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
শেষ হলো উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা ছবি: সংগৃহীত

‘তৃতীয় মার্সেল কাপ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা-২০১৭’ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নিচতলার সভাকক্ষে চূড়ান্ত পর্বে ৬০ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন বাংলাদেশ আনসারের মো. রিমন হোসেন, দ্বিতীয় হয়েছেন কিং জিমের মো. ইসমাইল জিহাদ এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ জিম-২ এর মো. রবিন হাসান। ৬৫ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন বাংলাদেশ আনসারের রনজিত চন্দ্র সরকার, দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ আনসারের মো. সুমন হোসেন আর তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. আরমান আলী।

৭০ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন চট্টগ্রামের মানস জিমের সাইফুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন গ্যালাক্সি জিম-১ এর মো. আল-আমিন শরীফ ও তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. গোলাম মোস্তফা। ৭৫ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন ঢাকার ফার্স ক্লাবের মো. জোবায়ের হোসেন, দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের মানস জিমের মো. ফারুক (রকি) এবং তৃতীয় হয়েছেন ওয়েলথ অর্গানাইজেশনের আরিফ চৌধুরী।

৮০ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন বাংলাদেশ আনসারের মো. নাজমুস সাকিব ভূঁইয়া, দ্বিতীয় হয়েছেন এলিট ফিটনেস ক্লাবের মো. ইমরানুল হক ও তৃতীয় হয়েছন বাংলাদেশ জিম-২ এর এইচ এম তানজীর রুবাইয়াৎ। ৮০+ কেজি ওজণ শ্রেণিতে প্রথম হয়েছেন নারায়ণগঞ্জের গ্যালাক্সি জিম-২ এর শেখ জামাল, দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ আনসারের রায়হানুর রহমান এবং তৃতীয় হয়েছেন ঢাকার শ্রেডেড আর্মির শোভন হালদার।

সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম।

এবারের এই মার্সেল কাপ শরীরগঠন প্রতিযোগিতায় দেশের ৬০টি ক্লাবের প্রায় দুই শতাধিক বডিবিল্ডার ছয়টি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতার ওজন শ্রেণিগুলো ছিল- ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ৩০ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।