ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রাজশাহীতে আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
রাজশাহীতে আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আইজিপি কাপ জাতীয় ‍যুব কাবাডির উদ্বোধন

রাজশাহী: রাজশাহীতে আইজিপি কাপ জাতীয় ‍যুব কাবাডি (অনুর্ধ্ব-২১) চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা এই খেলার আয়োজন করেছে। 

সোমবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়।  

বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

নয়টি দল নিয়ে আজ  থেকে আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ পদ্মা অঞ্চলের খেলা শুরু হয়েছে। প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, পাবনা জেলা, নাটোর জেলা, রাজশাহী জেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং ‘খ’ গ্রুপে রয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) রাজশাহী, ৪র্থ এপিবিএন বগুড়া, বগুড়া জেলা ও সিরাজগঞ্জ জেলা পুলিশ।  

জেলা পুলিশ সুপার (এসপি)মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এম. খুরশীদ হোসেন বিপিএম, আরএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান পিপিএম, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, আরএমপির উপ-কমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমদ আলী, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাডি।

এছাড়া জেলা ক্রীড়া সংস্থা, কাবাডি ফেডারেশন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সোমবার আইজিপি কাপ জাতীয় ‍যুব কাবাডি ( অনুর্ধ্ব-২১) চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে রাজশাহী কাবাডি দল চাঁপাইনবাবগঞ্জ জেলা কাবাডি দলের বিপক্ষে ৪৯-১২ পয়েন্টে জয় লাভ করে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এসএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।