ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ ফুটবল লীগ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ ফুটবল লীগ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পার্বত্য জেলা পরিষদ ফুটবল লীগ শুরু হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে লীগের প্রথম খেলায় জয়লাভ করেছে নবীন স্মৃতি সংসদ। তারা ৩-১ গোলের ব্যবধানে ফুরুংনিসান ক্লাবকে হারিয়েছে।

এর আগে লীগের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এসময় জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, পুলিশ সুপার আলী আহমদ খান, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উপ অধিনায়ক মেজর শুভ ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, খগেশ্বর ত্রিপুরা, শানে আলম প্রমুখ বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে আয়োজিত ফুটবল লীগে জেলার ১৫টি ক্লাব অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।