ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মুন্সীগঞ্জে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
মুন্সীগঞ্জে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

উদ্বোধনী খেলায় মুন্সীগঞ্জ সদর উপজেলা ও সিরাজদিখান উপজেলা অংশগ্রহণ করবে।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৬টি উপজেলা খেলায় অংশ নিয়েছে। ১২ ডিসেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহা. হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।