ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বরিশালে যুব গেমসের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
বরিশালে যুব গেমসের উদ্বোধন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান যুব গেমসের উদ্বোধন করেন। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে ‘যুব গেমস-২০১৭’ এর উদ্বোধন করা হয়েছে। এই প্রতিযোগিতায় ফুটবল, কাবাডি, জুডো, আর্চারি, সাঁতার, অ্যাথলেটিকস ও দাবা মিলিয়ে আটটি ইভেন্ট থাকছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পড়ালেখার পাশাপাশি অবসর সময়ে খেলাধুলা হলো অন্যতম মাধ্যম।  

জেলা প্রশাসক ক্রীড়া সংস্থা ও শিল্পকলা একাডেমিকে আরও সক্রিয় করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এর মাধ্যমে যেন উন্নত জাতি গঠনে বর্তমান প্রজন্ম ভূমিকা রাখতে পারে।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মো. শাহ আলম, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমদ প্রমুখ।

দেশব্যাপী শুরু হওয়া এ গেমসে বরিশালের ১০ উপজেলার এক হাজার প্রতিযোগী অংশ নেবে। উদ্বোধনী ফুটবল খেলায় বানারীপাড়া বনাম উজিরপুর উপজেলা দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।