ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

যুব গেমসে বক্সিং প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদর চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
যুব গেমসে বক্সিং প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদর চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে যুব গেমসের তৃতীয় দিনে শেষ হয়েছে বক্সিং প্রতিযোগিতা।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে আরজত আতরজান স্কুলে শুরু হয় বক্সিং প্রতিযোগিতা। বালক ৪৪ কেজি ওজন শ্রেণিতে মনীর হোসেন, ৪৬ কেজি ওজন শ্রেণিতে নয়ন কবীর, ৪৯ কেজি ওজন শ্রেণিতে নিয়াজ আহম্মেদ, ৫৬ কেজি ওজন শ্রেণিতে বোরহান এবং ৬০ কেজি ওজন শ্রেণিতে হৃদয় প্রথম স্থান অর্জন করেছেন।

এদিকে বালিকা বিভাগে ৪৪ কেজি ওজন শ্রেণিতে রুপা আক্তার, ৪৬ কেজি ওজন শ্রেণিতে রুপা আক্তার, ৪৮ কেজি ওজন শ্রেণিতে সংগীতা রানী, ৫১ কেজি ওজন শ্রেণিতে সেতু আক্তার সেরা হয়েছেন।

বিজয়ী সব প্রতিযোগী কিশোরগঞ্জ সদর উপজেলার খেলোয়াড় হওয়ায় বালক এবং বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

এছাড়া বালক রানার্স আপ হয়েছে পাকুন্দিয়া উপজেলা এবং বালিকা রানার্স আপ হয়েছে করিমগঞ্জ উপজেলা।

প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইদুর হক শেখর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সদস্য কামরুন্নাহার হিরু।

পরে অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জহিরুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।