ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্রথমবারের মতো নাটোরে হকি টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
প্রথমবারের মতো নাটোরে হকি টুর্নামেন্ট শুরু প্রথমবারের মতো নাটোরে হকি টুর্নামেন্ট শুরু

নাটোর: নাটোরে প্রথমবারের মত পাঁচটি জেলার মোট আটটি দলের অংশগ্রহণে হকি টুর্নামেন্ট শুরু হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী আধুনিক স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে টুর্নামেন্টের উদ্বোধন করেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল।

নাটোর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মনিরুজ্জামান ভূঞাঁর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সামসুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সৈয়দ মর্তূজা বাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম ফিরোজ প্রমুখ।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য ছয়টি দল হচ্ছে- দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা, রংপুর হকি ক্লাব, পঞ্চগড় হকি ক্লিনিক এবং রাজশাহীর উপশহর স্পোর্টিং ক্লাব, সিপাইপাড়া স্পোর্টিং ক্লাব ও প্রাথমিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র।  

সোমবার (২৫ ডিসেম্বর) ও মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুইটি সেমি ফাইনাল শেষে শুক্রবার (২৯ ডিসেম্বর) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।