ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কিশোরগঞ্জে শেষ হলো যুব গেমসের জেলা পর্যায়ের প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
কিশোরগঞ্জে শেষ হলো যুব গেমসের জেলা পর্যায়ের প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে যুব গেমসের জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে বালক ফুটবল ফাইনাল খেলা দিয়ে শেষ হয় এ প্রতিযোগিতা।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে শেষ ইভেন্টে বালক বিভাগে শিরোপা জেতে তাড়াইল উপজেলা।

এছাড়া বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে করিমগঞ্জ উপজেলা।

বালকদের লড়াইয়ে তাড়াইল উপজেলার প্রতিপক্ষ ছিলো ভৈরব উপজেলা। ফাইনালে দিদারের একমাত্র গোলে জয় পায় তাড়াইল।  

এদিকে বালিকা বিভাগে করিমগঞ্জ উপজেলার প্রতিপক্ষ ছিলো কিশোরগঞ্জ সদর উপজেলা। ম্যাচের শেষ মিনিটে ঝুমুরের গোলে জয় নিশ্চিত করে করিমগঞ্জ।

পরে সমাপনী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কিশোরগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য দিলারা বেগম আসমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (উপ সচিব) তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।