ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কিশোরগঞ্জে যুব গেমসের বিভাগীয় প্রস্তুতি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
কিশোরগঞ্জে যুব গেমসের বিভাগীয় প্রস্তুতি শুরু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে যুব গেমসের বিভাগীয় প্রস্তুতি শুরু হয়েছে। 

বুধবার (০৩ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ বাংলানিউজকে বিষয়টি জানান। বাংলাদেশ যুব গেমস কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক কোর কমিটি এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

এই আয়োজনের দলীয় প্রতিযোগিতা ছিল ফুটবল, বাস্কেটবল এবং হকি। এছাড়া ব্যক্তিগত প্রতিযোগিতায় ছিল অ্যাথলেটিক্স, সাঁতার, মুষ্ঠিযুদ্ধ এবং ভারোত্তোলন।

প্রতিটি বিভাগের সেরা প্রতিযোগীরা অংশ নেবে ৬-১৫ জানুয়ারি শুরু হওয়া বিভাগীয় প্রতিযোগিতায়। এ সাতটি ইভেন্ট ছাড়াও কিশোরগঞ্জ জেলায় অংশ নেবে কুস্তি, শ্যুটিং এবং তায়কোয়ানডো ইভেন্টে। সব মিলিয়ে কিশোরগঞ্জ জেলা থেকে প্রায় ১৫০ জন প্রতিযোগী এবং কর্মকর্তার একটি বহর ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ বাংলানিউজকে জানান, বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।