ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মাদকমুক্ত সমাজ গড়তে গোপালগঞ্জে মিনি ম্যারাথন দৌড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
মাদকমুক্ত সমাজ গড়তে গোপালগঞ্জে মিনি ম্যারাথন দৌড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ক্রীড়া সংস্থার আয়োজনে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ধারাবাশাইল বাজার থেকে শুরু হয়ে এ ম্যারাথন দৌড় উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে অসংখ্য নারী-পুরুষ করতালির মাধ্যমে প্রতিযোগিদের স্বাগত জানায়।


 
ডিএমপির এডিসি নিশাত রহমান মিথুন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ৩শ’ প্রতিযোগী এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।

এতে মারুফ হাওলাদার, মাহফুজ রহমান, আকিব ফকির, আব্দুল গফুর, আবু সুফিয়ান, জাহিদ হাসান, মুন্না ফকির, প্রদীপ হালদার, রাসেল সিকদার, নজরুল ইসলাম পর্যায়ক্রমে প্রথম স্থান থেকে ১০ম স্থান লাভ করে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মণ্ডল, উপজেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার হালদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শিক্ষক হাবিবুর রহমান মুকুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।