ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

খেলা

আফগানদের ২৫ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আফগানদের ২৫ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ ছবি: সংগৃহীত

একটি দু’টি নয় আফগানিস্তানের জালে গুণে গুণে ২৫টি গোল জড়ালো বাংলাদেশ। আর তাতেই কেল্লাফতে! নিশ্চিত হয়ে গেল এশিয়া কাপ হকি বাছাইপর্বের সেমিফাইনাল।

ওমানে অনুষ্ঠিত গোল বন্যার এই ম্যাচে লাল-সবুজের ১১ খেলোয়াড়ের মধ্যে গোল করেছেন ৯জনই। হ্যাটট্রিক উদযাপনে মাতেন ৬ জন।

এরা হলেন আরশাদ হোসেইন, আশরাফুল ইসলাম, মামুনুর রহমান চয়ন, দ্বীন ইমন, রাসেল মাহমুদ জিমি ও রোমান সরকার।

জোড়া গোল উপহার দেন হাসান জোবায়ের নিলয় ও ফরহাদ শিটুল। অপর গোলটি আসে নাইম উদ্দিনের কাছ থেকে। হ্যাটট্রিকম্যান দ্বীন ইমন ও রোমান সরকার চারবার করে লক্ষ্যভেদ করেন।

থাইল্যান্ড ও হংকংকে বড় ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার আফগানিস্তানকে ২৫ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ।

সেমিতে পুল ‘বি’র চ্যাম্পিয়ন বাংলাদেশ লড়বে পুল ‘এ’র রানারআপ দল শ্রীলঙ্কার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।