ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রথমেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ, কিন্তু ঘুরে দাঁড়িয়ে এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলে শুভ সূচনা করলো স্বাগতিকরা। গ্রুপ ‘এ’তে ৩-১ সেটে নেপালকে হারিয়েছে বাংলাদেশ।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম সেট বাংলাদেশ ২৬-২৪ ব্যবধানে হেরে যায়। কিন্তু দ্বিতীয় সেটে পাল্টা নেপালকে ২৫-১৮ পয়েন্টে হারায়।

ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমআর তৃতীয় সেটে আরও ভালো খেলে ফখরুদ্দিন-হরসিতরা জিতে নেন ২৫-১৪ পয়েন্টে। চতুর্থ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশ ২৫-২১ পয়েন্টে জিতে যায়।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে সোমবার মালদ্বীপের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।