ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

মেরিনার্সকে হারিয়ে হকির চ্যাম্পিয়ন আবাহনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
মেরিনার্সকে হারিয়ে হকির চ্যাম্পিয়ন আবাহনী ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেনিনার ইয়াংস ক্লাবকে ক্লাব কাপ হকির ফাইনালে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়লো আবাহনী। এর ফলে টানা দ্বিতীয়বার শিরোপা অখ্যাত রাখলো দলটি। এ নিয়ে ক্লাব কাপে চতুর্থ শিরোপা ঘরে তুললো আবাহনী।

অন্যদিকে আবাহনী ট্রফি জয়ে ছুঁয়ে ফেললো তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমএদিন প্রথমার্ধে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয় দু’দল।

কিন্তু ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আবাহনীকে এগিয়ে দেন সোহানুর রহমান সবুজ। এই গোলেই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ করে আবাহনী।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা নদিরা রহমতউল্লাহ। ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমক্লাব কাপ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে আবাহনী লি: এর ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় মো: মহসিন। তিনি মোট ৬টি গোল করেন।

রোল অব অনার ক্লাব কাপ

ক্রম নং     সন     চ্যাম্পিয়ন     রানার আপ
প্রথম     ১৯৯৮    উষা কেসি    আবাহনী লি:
দ্বিতীয়    ২০০০    উষা কেসি    মোহামেডান এসসি
তৃতীয়    ২০০২    মোহামেডান    উষা কেসি
চতুর্থ    ২০০৩    মোহামেডান    আবাহনী লি:
পঞ্চম    ২০০৪    আবাহনী লি:    ঢাকা মেরিনার ইয়াংস
ষষ্ঠ    ২০০৬    মোহামেডান     আবাহনী লি:
সপ্তম    ২০০৮    আবাহনী লি:    সোনালী ব্যাংক
অষ্টম    ২০১০    মোহামেডান     উষা কেসি
নবম    ২০১২    উষা কেসি    আবাহনী লি:
দশম    ২০১৪    উষা কেসি    আবাহনী লি:
এগারতম    ২০১৬    আবাহনী লি:   উষা ক্রীড়া চক্র
বারতম    ২০১৮    আবাহনী লি:    ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব

বাংলাদেশ সময়: ঘণ্টা, ২২ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।