ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গায় করে নিয়েছে বাংলাদেশ।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের শুরুটা দারুণ করে ‘এ’ গ্রুপের সেরা হয়ে শেষ করা আলি পোর আরোজির শিষ্যরা। যেখানে প্রথম সেট জিতে নেয় ২৫-১৫ পয়েন্টে।

ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমদ্বিতীয় সেটেও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিক বাংলাদেশ। জিতে নেয় ২৫-১৫ পয়েন্টে।

পরে শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াই করে ২৫-২২ ব্যবধানে জিতে যায় ২০১৬ সালে এই প্রতিযোগিতার সেরা হওয়া বাংলাদেশ। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমএর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। আর সেমি-ফাইনালে অন্য দল হিসেবে জায়গা করে নেয়া নেপালের কাছে প্রথম ম্যাচে হেরেছিল মালদ্বীপ।  

এ নিয়ে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মালদ্বীপ।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।