ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ/ ছবি: সংগৃহীত

ঢাকা: কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়ে   এশিয়ান সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার (২৭ এপ্রিল) শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান।

এর আগে বুধবার (২৫ এপ্রিল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে সেমি ফাইনালে প্রথম সেটে কিরগিজস্তানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। হেরে যায় ২৫-১৫ পয়েন্টে।

 তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ায় স্বাগতিক শিবির। ২৫-২০ পয়েন্টে জিতে সমতায় ফেরে লাল-সবুজের দল।

পরের সেটেও জয় তুলে নেয় হরসিত-আতিকুররা। ২৫-১৯ পয়েন্টে জিতে  এগিয়ে ২-১ যায়।

চতুর্থ সেটে আবার হেরে বসে বাংলাদেশ। ২৫-১৩ সেটের বড় ব্যবধানে জেত কিরগিজস্তান। সমতার ম্যাচে গড়ায় পঞ্চম সেটে। যেখানে ১৫-১৩ ব্যবধানে জিতে টুর্নামেন্টের নিশ্চিত করে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৮
এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।