ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

চাইনিজ তাইপের জালে বাংলাদেশের তিন হালি গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
চাইনিজ তাইপের জালে বাংলাদেশের তিন হালি গোল ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে যুব অলিম্পিক হকির বাছাইপর্বে উড়ছে বাংলাদেশ দল। সর্বশেষ নিজেদের চতুর্থ ম্যাচে আরও একটি বড় জয় পেয়েছে দলটি। শুক্রবার (২৭ এপ্রিল) লাল-সবুজ জার্সিধারীরা ১২-২ গোলে উড়িয়ে দিয়েছে চাইনিজ তাইপেকে। আর এ জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বাংলাদেশ তরুণরা।

এর আগে এ টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ ও দ্বিতীয় ম্যাচে কম্বোডিয়াকে ২০-০ গোলে হারায়। তবে তৃতীয় ম্যাচে ৭-৪ গোলে হেরেছিল মালয়েশিয়ার বিপক্ষে।

এদিকে মালয়েশিয়ার বিপক্ষে পাকিস্তান আবার ১২-১ গোলে হারায় সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে বাংলাদেশের। আজই বিকেল ৫ টায় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচটি ড্র হলেই পাকিস্তানকে টপকে ফাইভ-এ সাইড এ প্রতিযোগিতার শেষ চারে উঠবে।

পয়েন্ট টেবিলে ‌‘বি' গ্রুপের শীর্ষে থাকা মালয়েশিয়া ৪ ম্যাচ শেষে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। পাকিস্তান ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নিচে। ১১ দলের এই বাছাই পর্ব থেকে সেরা দুই দল পাবে অক্টোবরে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে অনুষ্ঠেয় যুব অলিম্পিক গেমসের টিকিট।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।