ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

হেরেও মন জয় করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
হেরেও মন জয় করলো বাংলাদেশ তুর্কমেনিস্তানের কাছে ৩-১ সেটের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ/ছবি: শোয়েব মিথুন

ঢাকা: গতবারের সাফল্য এবার ধরে রাখতে পারলো না বাংলাদেশ। টানা দ্বিতীয়বার এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার খুব কাছে গিয়েও শেষের ব্যর্থতায় আশাভঙ্গ হলো লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম সেট জিতেও তুর্কমেনিস্তানের কাছে ৩-১ সেটের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।

শুক্রবার (২৭ এপ্রিল) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশকে সমর্থন জোগাতে গ্যালারি ছিল কানায়-কানায় পূর্ণ। তবে ম্যাচ শেষে হতাশায় পুড়তে হয় তাদের।

 

প্রথম সেট জিতে উপস্থিত দর্শকদের প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছিল হরসিত-আতিকুররা। প্রথম সেটে শুরুতে পিছিয়ে পড়েও দারুণ লড়াই করে ২৬-২৪ ব্যবধানে জিতে নেন বাংলাদেশের খেলোয়াড়রা।  

দ্বিতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াই করে বাংলাদেশ। কিন্তু, ব্লকিংয়ের ব্যর্থতায় ২৫-২০ ব্যবধানে দ্বিতীয় সেট হেরে যায়। যদিও সেরা ব্লকার হিসেবে ম্যাচ শেষে পুরষ্কার অর্জন করেছেন বাংলাদেশেরই সজিবুর। তৃতীয় সেটে আরও একবার কাছে গিয়েও হেরে বসে বাংলাদেশ। এবারের ব্যবধান ২৫-২১।

পরপর দুই সেট হেরে আত্মবিশ্বাসের তলানিতে চলে যায় বাংলাদেশ। প্রতিটি পয়েন্ট অর্জনে সেই ছাপ স্পষ্ট হয়ে পড়ে। তুর্কমেনিস্তানের খেলায়াড়দের কাছে এই সেটে ২৫-১৭ ব্যবধানে হেরে শিরোপা স্বপ্ন হাতছাড়া করলেন হরসিতরা।  

**ভলিবলের ফাইনালে পারলো না বাংলাদেশ

ম্যাচ শেষে ব্যর্থতার কারণ হিসেবে ব্লকিংয়ে দুর্বলতাকেই দুষলেন বাংলাদেশ দলের অধিনায়ক। পাশাপাশি জানালেন, ‘তুর্কমেনিস্তান অনেক ভালো টিম। তারা অভিজ্ঞতায় আমাদের চেয়ে অনেক এগিয়ে। বলতে পারেন, অভিজ্ঞতার কাছে আমরা হেরেছি। আমাদেরও যদি ওদের মতো অভিজ্ঞতা থাকত, তাহলে আরও ভালো করতে পারতাম’।

হেরে গিয়েও সমর্থকদের কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছে বাংলাদেশ দল। পুরোটা সময় গ্যলারিতে ‘বাংলাদেশ-বাংলাদেশ’ গর্জন শোনা গেছে। সমর্থকদের আবেগ স্পর্শ করেছে পুরষ্কার মঞ্চে উপস্থিত অতিথিদেরও। খেলা শেষ হওয়ার আগেই ভিআইপি গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, বিজেএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ।  

খেলা শেষে বিজয়ী দল তুর্কমেনিস্তান, রানার্স আপ বাংলাদেশ এবং দ্বিতীয় রানার্স আপ কিরগিজস্তান দলের হাতে পুরষ্কার তোলে দেন অতিথিরা। চ্যাম্পিয়ন দলকে ৩০০০ মার্কিন ডলার, রানার্স আপ দলকে ২০০০ মার্কিন ডলার ও অর্থ পুরষ্কার এবং ক্রেস্ট তুলে দেন দ্বিতীয় রানার্স আপ দলকে ১০০০ মার্কিন ডলার অর্থ পুরষ্কার, ট্রফি এবং ক্রেস্ট তোলে দেওয়া হয়।

পুরষ্কার অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব খেলোয়াড়দের ধন্যবাদ এবং চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান। বাংলাদেশ হেরে গেলেও তাদের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে আগামীর জন্য শুভকামনাও জানান তিনি। ভলিবল নিয়ে নতুন করে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে সরকারের সদিচ্ছার কথাও উল্লেখ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ‘বাংলাদেশ ক্রিকেটের মতোই এগিয়ে যাবে ভলিবলও’ এই আশাবাদ ব্যক্ত করেন।

তুর্কমেনিস্তানের কাছে হেরে ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তবে গ্যালারিভর্তি দর্শকদের উল্লাস দেখে তা বুঝার উপায় নেই। খেলার শেষ বাঁশি বাজার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের সমর্থন পেয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। ভলিবলের এমন জৌলুস খেলাটির ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন সমর্থকরা।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।