ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশ ওপেন গলফের ৪র্থ আসর শুরু ৯ মে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
বাংলাদেশ ওপেন গলফের ৪র্থ আসর শুরু ৯ মে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

ঢাকা: আন্তর্জাতিক পেশাদার গলফ টুর্নামেন্ট ‘এবি ব্যাংক বাংলাদেশ ওপেন ২০১৮’এর চতুর্থ আসর ৯ মে থেকে শুরু হবে। বাংলাদেশ গলফ ফেডারেশনের তত্ত্বাবধানে এবং এশিয়ান ট্যুর-এর সহযোগিতায় কুর্মিটোলা গলফক্লাবে এ টুর্নামেন্ট চলবে ১২ মে পর্যন্ত।

এ উপলক্ষে শনিবার (২৮ এপ্রিল) কুর্মিটোলায় টুর্নামেন্টের লোগো উন্মোচন, মিডিয়া ব্রিফ এবং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল একেএম আব্দুল্লাহিল বাকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোগো উন্মোচন করেন।


 
টুর্নামেন্ট সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত অবহিতকরণ এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ওপেন গলফ ২০১৮-এর সাংগঠনিক কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.)।
 
বিশ্বের প্রায় ২৫টি দেশের (আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার) পেশাদার গলফাররা এ টুর্নামেন্টে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৮
এইচএল/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।