ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

প্রতিপক্ষের জালে আবাহনীর ১০ গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ৫, ২০১৮
প্রতিপক্ষের জালে আবাহনীর ১০ গোল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

প্রিমিয়ার বিভাগ হকি লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। দিনের প্রথম খেলায় আবাহনী ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ এসসিকে। দলের হয়ে হ্যাটট্রিক উদযাপন করেন আরশাদ হোসেন।

এদিন এসসিকে কোনো সুযোগ না দিয়ে দুর্দান্ত খেলতে থাকে আবাহনী। এরই মধ্যে ম্যাচের ২৪, ৩৭ ও ৬০ মিনিটে হ্যাটট্রিক করেন আরশাদ।

১৬ ও ৫৩ মিনিটে জোড়া গোল করেন কৃষ্ণ কুমার।  

দলের হয়ে এছাড়া একটি করে গোল করেন, আশরাফুল ইসলাম, রোমান সরকার, আফসার উদ্দিন, সোহানুর রহমান সবুজ ও শহীদুল্লাহ খোকন।

এর আগে বাংলাদেশ পুলিশ এসসিকে ১০-০ গোলে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভিক্টোরিয়া এসসিকে ৮-০ গোলে হারিয়েছিল আবাহনী।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ০৫ মে, ২০১৮
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।