ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

টানা জয়ে শীর্ষে মোহামেডান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, মে ৯, ২০১৮
টানা জয়ে শীর্ষে মোহামেডান

ঢাকা: প্রিমিয়ার বিভাগ হকিতে রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকে ওয়ারী ক্লাবকে ৮-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শীর্ষস্থানে থাকা মোহামেডানের এটি টানা চতুর্থ জয়।

গত মঙ্গলাব (৮ মে) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মোহামেডানের তারকা খেলোয়াড় জিমি খেলার ১৩ মিনিটেই গোলমুখ উন্মুক্ত করেন। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নাসির হোসেন।

ম্যাচের তৃতীয় গোল আসে ২৮তম মিনিটে। এবার গোল উৎসবে যোগ দেন ভারতের খেলোয়াড় গুরজিন্দর সিং।

ম্যাচের বিরতির আগেই আরও দুই গোল হজম করে ওয়ারী। শামসের সিং আর অরবিন্দ সিং কাছাকাছি সময়ে দুই গোল করে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন মোহামেডানকে। বিরতি শেষে শুরু হয় জিমি শো।

প্রথমে পেনাল্টি কর্নার থেকে আর দ্বিতীয়টি ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন জিমি। তবে এর মাঝে ম্যাচের আরেক নায়ক নাসির করেন নিজের দ্বিতীয় গোল।

এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেডের সঙ্গে শীর্ষস্থানে পৌঁছেছে মোহামেডান।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ০৯ মে, ২০১৮
এমএইচএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।