ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

প্রিমিয়ার হকিতে আবারও আবাহনীর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মে ৯, ২০১৮
প্রিমিয়ার হকিতে আবারও আবাহনীর জয় ফাইল ছবি

ঢাকা: প্রিমিয়ার হকি লিগে টানা পঞ্চম জয় পেয়েছে আবাহনী। আজাদ স্পোর্টিং ক্লাবকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।

বুধবার (০৯ মে) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথমার্ধেই পাঁচ গোল করে বড় জয়ের পথ সুগম করে ফেলে আবাহনী।  

এ ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন আশরাফুল ইসলাম।

লিগে এটি আশরাফুলের দ্বিতীয় হ্যাটট্রিক। একই ম্যাচে হ্যাটট্রিক পেয়েছেন কৃষ্ণ কুমারও।  

আশরাফুলের চার গোল এসেছে ৬, ১৬, ২৬ ও ৬৭ মিনিটে। অন্যদিকে ৩০, ৩১ ও ৪৮ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন কৃষ্ণ। বাকি তিন গোলের দুটি আরশাদ হোসেন এবং একটি করেছেন খোরশেদুর রহমান।

পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে লিগের শীর্ষে আছে আবাহনী । এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট সংগ্রহ করা মোহামেডান পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ২১৩৪, মে ০৯, ২০১৮
এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।