ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সেভিয়ার কাছেও রিয়াল মাদ্রিদের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, মে ১০, ২০১৮
সেভিয়ার কাছেও রিয়াল মাদ্রিদের হার হারের পর হতাশ রিয়ালের খেলোয়াড়রা

ঢাকা: বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকোতে ড্র নিয়ে ম্যাচ শেষ করলেও সেভিয়ার সঙ্গে পেরে উঠলো না রিয়াল মাদ্রিদ।

বুধবার (৮ মে) রাতে নিজেদের মাঠে ৩-২ গোলের ব্যবধানে রিয়ালের বিপক্ষে জয় পেয়েছে সেভিয়া। গত মৌসুমেও নিজেদের মাঠে রিয়ালকে হারিয়েছিল দলটি।

অবশ্য লিগে প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৫-০ গোলে সেভিয়াকে উড়িয়ে দিয়েছিল রিয়াল। সেই ম্যাচের কিছুই দেখা যায়নি বুধবারের ম্যাচে। এই ম্যাচ জয়ে ইউরোপা কাপে খেলার আশা টিকিয়ে রেখেছে সেভিয়া।
 
রিয়াল অবশ্য এক কথায় দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নেমে ছিল। আক্রমণে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেলের মতো ফরোয়ার্ড বা লুকা মদ্রিচ, টনি ক্রুসদের মতো মিডফিল্ডার। নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিতে অতিথিদের সবচেয়ে বেশি ভুগিয়েছে রক্ষণ। আর এই সুযোগ কাজে লাগিয়েই ২৬তম মিনিটে প্রথম গোল দেয় সেভিয়া।
 
দারুণ হেডে লুইস মুরিয়েল বল বাড়ান বেন ইয়েদের দিকে, খানিকটা এগিয়ে ক্রস শটে জালে বল পৌঁছে দেন ফরাসি এই ফরোয়ার্ড। ৪৩তম মিনিটে আরও পিছিয়ে পড়ে জিদানের শিষ্যরা। স্তেভেন জোনজির শটে বল বাড়িয়ে দেন ফাঁকায় থাকা মিগুয়েল লায়ুনকে। মেক্সিকান ডিফেন্ডার গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি।
 
জয়ের পর উড়ছে সেভিয়াম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমানোর সুযোগ পায় রিয়াল। লুকাস ভাসকেসকে সেভিয়ার ফ্রাঙ্কো ভাসকেস ফাউল করলে ৫৭তম মিনিটে পেনাল্টি পায় রিয়াল। রামোসের বুলেট গতির শট ক্রসবারে লেগে ফিরলে নষ্ট হয় সেই সুবর্ণ সুযোগ। ৭৬তম মিনিটে বিপজ্জনক জায়গায় বল পেলেও শট লক্ষ্যে রাখতে পারেননি করিম বেনজেমা। অনেক ওপর দিয়ে শট নিয়ে হতাশ করেন ফরাসি এই ফরোয়ার্ড।
 
৮৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় সেভিয়া। স্কোর লাইন হয় ৩-০। দ্বিতীয়ার্ধের বদলি বোরহা মায়োরালের গোলে ব্যবধান কমায় রিয়াল। ৮৭তম মিনিটে মার্কো আসেনসিওর চমৎকার ক্রসে দারুণ হেডে বল জালে পাঠান মায়োরাল। আর ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে আবারও পেনাল্টি পায় রিয়াল। এবার অবশ্য সুযোগ নষ্ট করেননি রামোস। গোল করে ব্যবধান কমিয়েছেন কিন্তু হার এড়াতে পারেনি রিয়াল।
 
লা লিগার চলতি মৌসুমে ৩৬ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল। সমান সংখ্যক ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়তে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। আর ৯০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা শিরোপা জিতে নিয়েছে আগেই।
  
বাংলাদেশ সময়: ১২৪৪, মে ১০, ২০১৮
এমকেএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।