ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

আশরাফুলের হ্যাটট্রিকে সাধারণ বিমাকে হারালো আবাহনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ১৩, ২০১৮
আশরাফুলের হ্যাটট্রিকে সাধারণ বিমাকে হারালো আবাহনী আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে জয় আবাহনীর/ফাইল ছবি

ঢাকা: গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লীগে আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে সাধারণ বিমাকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়েছে আবাহনী।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোববার (১৩ মে) দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে যায় আবাহনী। ম্যাচের ১০ মিনিটের মাথায় খোরশেদুর রহমানের গোলে এগিয়ে যায় আবাহনী।

৩৩ মিনিটে নিজের প্রথম গোল পান আশরাফুল ইসলাম। এরপর ৫৪ মিনিটে আরও এক গোল করেন তিনি। বাকী দুই গোল করেন তাজউদ্দিন আহমেদ ও কৃষ্ণ কুমার। ৬২ মিনিটে স্ট্রোক গোল করে নিজের হ্যাটট্রিক ৬-০ গোলে বিশাল জয় নিশ্চিত করেন আশরাফুল।

দিনের অন্য খেলায় সোনালী ব্যাংকে ৫-৪ গোলে হারিয়েছে অ্যাজাক্স এসসি। সোনালী ব্যাংকের হয়ে গোল করেছেন দ্বীন ইসলাম ইমন (২ গোল), ফজলে হাসান, প্রসেনজিৎ দাস, রাজীব দাস। অ্যাজাক্সের হয়ে গোল পেয়েছেন লক্ষীন্দর সিং (২ গোল), রাহাত সারোয়ার ও গুরপ্রিত সিং।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এমএইচএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।