ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

১১ গোলে বাংলাদেশ পুলিশকে উড়িয়ে দিলো মোহামেডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মে ১৪, ২০১৮
১১ গোলে বাংলাদেশ পুলিশকে উড়িয়ে দিলো মোহামেডান প্রিমিয়ার বিভাগ হকি লিগ।

ঢাকা: প্রিমিয়ার বিভাগ হকি লিগে সোমবার তিনটি খেলার সর্বশেষ ম্যাচে বাংলাদেশ পুলিশকে ১১-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহামেডান।

জয়ী দলের হয়ে একই সাতটি গোল করেন রাসেল মাহমুদ জিমি। এছাড়া নাসির হোসেন, রাব্বী সালেহীন, মাকসুদ আলম হাবুল এ গুরজিন্দর সিং একটি করে গোল করেন।


 
বাংলাদেশ পুলিশের পক্ষে ম্যাচের ৬৯ মিনিটে একমাত্র গোলটি করেন জামিল বিন তালিব।
 
দিনের বাকী দুই ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-১ গোলে ভিক্টোরিয়া এসসি ও বাংলাদেশ এসসির বিপক্ষে ৪-১ গোলে অ্যাজাক্স এসসি জয় পায়।
 
বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এমকেএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।