ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

আবাহনীর পাঁচ গোলে আশরাফুলের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ১৬, ২০১৮
আবাহনীর পাঁচ গোলে আশরাফুলের হ্যাটট্রিক ছবি: সংগৃহীত

প্রিমিয়ার বিভাগ হকি লিগে আবাহনী লিমিটেড ৫-০ গোলে ওয়ারী ক্লাবকে হারিয়েছে। জয়ী দলের হয়ে হ্যাটট্রিক করেন আশরাফুল ইসলাম। এছাড়া দিনের প্রথম ম্যাচে সাধারণ বীমা ৬-১ গোলে আজাদ এসসিকে হারায়।

মাওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে আশরাফুলের হ্যাটট্রিক ছাড়াও একটি করে গোল করেন গুনাশেখার মালায়ালান ও তাজউদ্দিন আহমেদ।

এদিকে প্রথম ম্যাচে জয়ী সাধারণ বীমার হয়ে যোগা সিং হ্যাটট্রিক করেন।

অন্য গোলগুলো করেন আব্দুল্লাহ আল মনসুর, ফয়সাল হোসেন ও জগজিৎ সিং।

আজাদ এসসির একমাত্র গোলদাতা রোহান সাব্বির।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১৬ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।