ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শেষ মিনিটে আবাহনীকে হারালো মোহামেডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ২১, ২০১৮
শেষ মিনিটে আবাহনীকে হারালো মোহামেডান ...

নিজেদের শিরোপা পুনরুদ্ধারে বেশ ভালোভাবেই টিকে রইলো মোহামেডান। প্রিমিয়ার হকি লিগে শেষ মিনিটের গোলে আবাহনীকে হারিয়েছে সাদা-কালো জার্সিধারীরা।

সোমবার (২১ মে) মাওলানা ভাসানি স্টেডিয়ামে উত্তেজনাকর ম্যাচে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে আকাশি-হলুদদের। এ জয়ে ৯ ম্যাচে পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে টেবিলে যৌথভাবে শীর্ষে সাবেক চ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথম ও শেষ পেনাল্টি কর্নার থেকে জিমিরা গোল করে আবাহনীকে হারালেও মাঝে আরো ৬টি কর্নার তারা কোনো কাজে লাগাতে পারেনি। ২৪ মিনিটে পাওয়া প্রথম পেনাল্টি কর্নার থেকে ইমরান হাসান পিন্টুর করা গোলে এগিয়ে যায় মোহামেডান।
 
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা অব্যাহত রেখেও ব্যবধান বাড়াতে না পারার খেসারত মোহামেডানকে দিতে হয় ৫৫ মিনিটে। অভিজ্ঞ গোলরক্ষক জাহিদ হোসেনের একটি ভুলে ম্যাচে ফেরে আবাহনী। আরশাদ হোসেন খুব কাছ থেকে ঠাণ্ডা মাথায় গোল করে আবাহনীকে ম্যাচে ফেরান।

বারবার পেনাল্টি কর্নার পেয়েও যখন আর গোল আদায় করতে পারছিল না মোডামেডান। অনেকটা পেনাল্টির দিকেই আগাচ্ছিলো ম্যাচ। কিন্তু শেষ বাঁশি বাজার আধা মিনিট আগে মোহামেডানের পাওয়া অষ্টম পেনাল্টি কর্নার বদলে দেয় ম্যাচের স্কোরবোর্ড।
 
ভারতীয় ফরোয়ার্ড অরবিন্দর সিংয়ের গোলেই ২৩ মাস আগে আবাহনীর কাছে হারের মধুর প্রতিশোধ নিয়ে ঘরে ফেরে মোহামেডান।

বাংলাদেশ সময়: ২১৪৫, মে ২১, ২০১৮ 
এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।