ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

সোনালী ব্যাংকের জালে আবাহনীর ৯ গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মে ২৫, ২০১৮
সোনালী ব্যাংকের জালে আবাহনীর ৯ গোল আবাহনী-সোনালী ব্যাংক ম্যাচের একটি মুহূর্ত

আগের ম্যাচে শেষ মিনিটে হারতে হয় চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে। তবে সোনালী ব্যাংক ক্লাবের বিপক্ষে তার আর পুনরাবৃত্তি হয়নি। প্রিমিয়ার ডিভিশন হকিতে সোনালী ব্যাংক ক্লাবকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে মাহবুব হারুনের দল।

প্রথমে কিছুটা ছন্দ হারিয়ে ফেললেও দাপটের সঙ্গেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আকাশি জার্সিধারীরা। ১০ ম্যাচে ৯ জয় ও এক হারে আবাহনীর বর্তমান পয়েন্ট ২৭।

সমান পয়েন্ট মেরিনার ইয়াংসেরও। যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা এই দুই দলকে হারানো মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩০ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ভারী বর্ষণের কারণে প্রায় এক ঘণ্টা পর মাঠে গড়ায় শুক্রবারের (২৫ মে) ম্যাচ। শুরু থেকে সোনালী ব্যাংকের রক্ষণে চাপ ধরে রাখলেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না আবাহনী। উল্টো চতুর্দশ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পিছিয়ে পড়ে তারা।

কিন্তু পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে একের পর এক গোল করতে থাকে আবাহনী। ২৪ তম মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে সমতায় ফেরার তিন মিনিট পর দারুণ এক রিভার্স হিটে দলকে এগিয়ে নেন তাজউদ্দিন আহমেদ। এরপর তাহের আলির ফিল্ড গোলে এবং ৩৩তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে শৈলেন্দ্র বুন্দেলা লক্ষ্যভেদ করলে ৪-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।
 
দ্বিতীয়ার্ধেও আবাহনীর গোল বন্যা অব্যাহত থাকে। ৩৭তম মিনিটে গুনাসেকারা মালায়ালান, ৪১তম মিনিটে মোহাম্মদ মহসিনের গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয়। শেষ দিকে আশরাফুল ইসলাম দুটি পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ ও রোমানের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাহবুব হারুনের দল। একই দিনের প্রথম ম্যাচে ৭-১ গোলে পুলিশ ক্লাবকে হারায় ওয়ারী ক্লাব।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।